নড়াইল মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

নিউজ রুম
- আপডেটের সময় : ০৩:১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ৬৫৬
নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদরের নতুন বাস টার্মিনালে মোটরসাইকেলের ধাক্কায় মিলন লস্কর (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা আনুমানিক ৯ টার দিকে নতুন টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। মিলন লস্কর নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের দিনবন্ধু লস্কারের ছেলে। সূত্রে জানা গেছে, মিলন লস্কর সকালে নতুন বাস টার্মিনালে ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার কাজ করছিলো। হঠাৎ একটি দ্রুতবাগী মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয় মিলন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এমতাবস্থায় স্থানীয় লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।