কুয়াকাটায় গোসল করতে নেমে এক তরুণ পর্যটকের মৃত্যু!

- আপডেটের সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ৬৯৮
কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাহিয়ান মাহাদী নামের এক তরুনের মৃত্যু হয়েছে।
২২ জুলাই শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকার পশ্চিম পাসে এ ঘটনা ঘটে। নাহিয়ান মাহাদী ঢাকার বংশাল থানার বাসিন্দা নাজিম উদ্দিন এর ছেলে।
মৃতের মামা জানান, শুক্রবার ভোর রাতে সপরিবার ও আত্মীয় স্বজনরা মিলে আমরা কুয়াকাটায় আসি। সবার সাথে সৈকতে গোসল করতে নামেন নাহিয়ান। গোসলের এক পর্যায় নাহিয়ান দেখতে পায় তার জুতা সৈকতের পানির ঢেউয়ের সাথে দূরে সরে যাচ্ছে। সেই জুতা আনার জন্য চেষ্টা করলে সাতার না জানার কারনে ঢেউয়ের সাথে ডুবে যান তিনি। প্রায় আধাঘন্টা পর স্বজনরা উদ্ধার করে স্থানীয় কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাহিয়ানকে মৃত বলে ঘোষনা করেন।
মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।