রাজৈরে অদৃশ্য ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ, আহত অর্ধশত

- আপডেটের সময় : ০২:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ৭৮০
শহীদুল আলম, মাদারীপুর প্রতিনিধিঃ আজ ২২ জুলাই আনুমানিক দুপুর ১ টার সময় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার থানা মোড়ে কুমার নদীর উত্তরপাড় ও দক্ষিণ পাড়ের দুই গ্রামবাসির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়।
দেশীয় অস্ত্র নিয়ে সু-সজ্জিত হয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার মাধ্যমে কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। এ সময় দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নদীর উত্তর পাড়ের এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী অনেকের কাছে জিজ্ঞাসা করেও ঘটনার মূল কাহিনী জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানিয়েছেন দুই পাড়ের দুই প্রভাবশালী নেতা এই সংঘর্ষের নেতৃত্ব দিয়েছেন।
পরে পুলিশ এসে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে ঘটনা নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ঘটনায় এলাকায় এখনো থমথমে ভাব বিরাজ করিতেছে। যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ বাধার আশঙ্কা রয়েছে বলে পুলিশ ধারনা করছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো এজাহার কিংবা মামলা দায়ের হয়নি।