কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার!

- আপডেটের সময় : ০১:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ৯৪৭
কুয়াকাটা সংবাদদাতা : পটুয়াখালীর কুয়াকাটার রোজ গার্ডেন নামে একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচি (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাত ৯.০০ টার দিকে ওই হোটেলের চারতলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিচি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও হোটেলের ম্যানেজার জানান, রবিবার রাত ৯ টায় মোঃ রায়হান নামে এক তরুণকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে উঠেন রিচি। একই সময়ে রায়হানের বন্ধু রিফাত ও তার স্ত্রী মিথিলা ওই হোটেলের অপর কক্ষে উঠেন।
সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চারতলা থেকে হোটেলের নিচে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ রিচি নিচ থেকে রুমে চলে যান। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান এবং ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।