পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে নির্মিত প্রতীকি পদ্মা সেতু ঝড় তুলেছে আনন্দের!

- আপডেটের সময় : ০৭:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ৬৫০
এইচ এম মোশারেফ সুজন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের “পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে পদ্মা সেতু এর আদলে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরের উপর নির্মান করা হয়েছে দৃষ্টি নন্দন প্রতিকী পদ্মা সেতু। এ সেতু অদূরে স্বাধীনতা চত্বরে প্রস্তুত করা হয়েছে বিশাল প্যান্ডেল। এ প্যান্ডেলে ২৬ জুন রাত পর্যন্ত চলবে নামী-দামী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌর সভার আয়েজনে ২৬ জুন সন্ধ্যায় এই সময়ের জনপ্রিয় শিল্পী ঐশ্বি এর নেতৃত্বে ওপেন কর্নসাট উৎসব।
পদ্মা সেতু উদ্বোধনী দিনে জেলা প্রশাসন আয়োজনে সকাল ৯ টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক হতে শুরু হবে আনন্দ র্্যালী। এ র্্যালী এসডিও রোড হয়ে জুবিলী স্কুল সামনে দিয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের “পদ্মা সেতু” উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার (বড় পর্দায়) প্রদর্শন অনুষ্ঠান। বিকাল ৪.৩০ মিঃ সময় স্বাধীনতা চত্বরে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭ টায় একই স্থানে রাখাইন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯ টায় বর্ণিল আয়োজনে আতশবাজি প্রদর্শন উৎসব। ২৬ জুন সন্ধ্যা ৭ টায় স্বাধীনতা চত্বরে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এর আয়োজনে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ওপেন কনসার্ট উৎসব।