ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রাণটাই দিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / ৬৫০

নিজস্ব প্রতিবেদক : বন্ধুর ছোট বোনকে রক্ত দিতে গিয়ে হাসপাতালের ভবনের নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। রক্ত দেয়ার পর মাথা ঘুরে ভবনের সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যান শুভ।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। তাদের বাড়ি সাভারে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন শুভ। পাশাপাশি ফিল্যান্সিংয়ের কাজও করতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের ২য় তলায় রক্ত দেয়ার পর সিঁড়ির পাশে বসেছিল শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার ২য় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।



নিউজটি শেয়ার করুন








বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রাণটাই দিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!

আপডেটের সময় : ১০:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : বন্ধুর ছোট বোনকে রক্ত দিতে গিয়ে হাসপাতালের ভবনের নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। রক্ত দেয়ার পর মাথা ঘুরে ভবনের সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যান শুভ।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। তাদের বাড়ি সাভারে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন শুভ। পাশাপাশি ফিল্যান্সিংয়ের কাজও করতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের ২য় তলায় রক্ত দেয়ার পর সিঁড়ির পাশে বসেছিল শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার ২য় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।