দীর্ঘ ২৪ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের

- আপডেটের সময় : ০৬:৩৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ৬৪৯
কলাপাড়া উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ সিকদার (২৭) এর খোঁজ পাওয়া যায়নি ২৪ ঘন্টা পার হলেও।
শনিবার (২৮ মে) বেলা সাড়ে এগারোটায়ও সৈকতে ঘুরে দেখা যায়, নিখোঁজ পর্যটকের পরিবারের প্রায় শতাধিক আত্নীয়-স্বজন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ যৌথভাবে পুরো সৈকতের তীরবর্তী এলাকায় খোঁজা-খুজি অব্যহত রেখেছেন।
নিখোঁজ পর্যটক ফিরোজের শ্বাশুড়ি খাদিজা বলেন, আমার জামাই গত পরশু কুয়াকাটায় ঘুরতে আসে। কালকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়, আমরা তার শুধু লাশের আশায় এখন বসে আছি।
খেপুপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, গতকাল থেকে আমরা ফায়ারসার্ভিসের কয়েকটি টিম কাজ করছি আমাদের সাথে ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করছে, তবে নিখোঁজ পর্যটকের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।