আটোয়ারীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু!
- আপডেটের সময় : ০১:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৭৫৪
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে মরা মাছ ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (বুধবার ১৪ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী এলাকায় চুলচুলি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তামিম ইকবাল (৬) ওই এলাকার চায়ের দোকানী মোঃ জাকির হোসেনের পুত্র।
তার বাড়ি সংলগ্ন বিন্নাকুড়ী নামক পুকুরের পানিতে বিষক্রিয়া হয়ে সকালে মাছ ভেসে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের চোখে ফাঁকি দিয়ে সবার অজান্তে তামিম পুকুরে মাছ ধরতে গিয়েছিলে। পরিবারের লোকজন টের না পাওয়ায় তামিম বিন্নাকুড়ি পুকুরে ভেসে থাকা মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
পরে তামিমকে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে অবশেষে বিন্নাকুড়ি পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
























