প্রিয়াঙ্কা-দিপীকার পর এবার হলিউডের পথে আলিয়া!

- আপডেটের সময় : ১০:১৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৬৫৬
বিনোদন প্রতিবেদকঃ ‘উড়তা পঞ্জাব’, ‘গলি বয়’, ‘রাজি’ সহ একের পর এক বলিউডের ছবিতে সাফল্য এসেছে। আলিয়া ভাট এখন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। এবার বি-টাউনে গুঞ্জন শুনা যাচ্ছে হলিউডের পথে যাত্রা করছেন পরিচালক মহেশ ভাটের কন্যা। জানা যাচ্ছে, আলিয়ার সঙ্গে হলিউডের সংস্থা উইলিয়াম মরিস এনডেভারের চুক্তি হয়েছে। উইলিয়াম মরিস এনডেভার হল হলিউডের একটি মিডিয়া হাউস, সেই সঙ্গে এটি একটি ট্যালেন্ট এজেন্সি হিসাবেও কাজ করে। এই এজেন্সির কাজই হল প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা।
এই সংস্থার কারণেই হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন বেন অ্যাফ্লেক, জেসিকা অ্যালবা, জেনিফার গার্নার, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমনসহ হলিউডের খ্যাতনামা তারকারা। আলিয়ার আগে উইলিয়াম মরিস এনডেভারের সাথে চুক্তি করেছেন বলিউডের আরও কয়েকজন তারকা। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির অভিনেত্রী ফ্রিডা পিন্টোও এই সংস্থার মাধ্যমে হলিউডে বেশকিছু কাজ করেছেন বলে জানা যায়। তাই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উটেছে এবার কি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো শীঘ্রই হলিউডের ছবিতে দেখা যাবে আলিয়াকে?