পর্যটক নাই কুয়াকাটায়, ব্যবসায়ীরা লোকসানের আশংকায়
নিউজ রুম
- আপডেটের সময় : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ৬০১
কলাপাড়া প্রতিনিধি : পহেলা বৈশাখ আর মাত্র কয়েক দিন বাকি প্রতি বছর বৈশাখ কে বরণ করতে এক সপ্তাহে আগে কয়েক হাজার পর্যটক ভিড় করতে সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু এভারের চিত্র ভিন্ন্। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় চারদিকে শুনশান নিরবতা। নেই মানুষের কোলাহল। বন্ধ রয়েছে সকল রেষ্টুরেন্ট।
খালি রয়েছে সকল আবাসিক হোটেল ও রিসোর্টের রুম। এভাবেই প্রথম রমজান থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত।
এতে বড় লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে ঈদের আগে পর্যটক বাড়ার আশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। তাই অনেকেই নতুন সাজে সাজাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে পর্যটক শূন্য থাকলেও সৈকত এলাকায় লক্ষ করা গেছে ট্যুরিষ্ট পুলিশের টহল।






















