পটুয়াখালীতে চতুর্থ ক্যাশ রিসাইক্লিং মেশিন সিআরএম উদ্বোধন হলো
- আপডেটের সময় : ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ৬৫০
এইচ এম মোশারেফ সুজন : পটুয়াখালী জেলা শহরে নিউমার্কেট মমতাজ কমপ্লেক্স মার্কেটে ইসলামী ব্যাংকের CRM সহ এটি এম বুথ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো।
৭ই মার্চ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন বরিশাল জোনের ইসলামী ব্যাংকের নতুন কান্ডারী ইভিপি মোঃ আব্দুস সোবহান এবং এস এভিপি এস এম শহিদুল ইসলাম ব্যবস্থাপক ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইভিপি মোঃ আব্দুস সোবহান বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবন যাত্রার মান আগের চেয়ে সহজ হয়েছে। সি আর এম এটি এম বুথে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন আপনারা এতে আপনাদে সময়ে বেঁচে যাবে। টাকা জমা রাখার পরে ওই মেশিনে গনগনা করবে এবং টাকা ছেড়া, পোড়া, ময়লা বা জাল কিনা তা মেশিনে যাচাই বাছাই করে বলে দিবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আধুনিক গ্রাহক সেবায় সিআর এম সংযোজন শুরু করেছে আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক না হয়েছেন তারা গ্রাহক হবেন। ব্যাংকে যেয়ে সময় নষ্ট করতে হবেনা, আপনারা অতি সহজে টাকা জমা দিতে পারবেন সাথে সাথে টাকা একাউন্টে জমা হবে।এই ব্যাংকটি ইসলামি শরিয়ত মোতাবেক।
ব্যবস্থাপক এস এম শহিদুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তির এই ক্যাশ রিসাইক্লিং বা সিআার এম মেশিনে ব্যাংকে না যেয়ে আপনারা রাত-দিন ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন দু-ই করতে পারবেন। পটুয়াখালী ইসলামী ব্যাংকের অধীনে ১১ টা এটি এম ও ৪ টা সিআার এম বুথ চলমান । যা ব্যাকের সঙ্গে গ্রাহকের তাৎক্ষণিক লেনদেনে নতুন মাত্রা যোগ করেছে। সিআার এম বুথ ব্যাংকের ক্যাশিয়ারের ভুমিকা পালন করে থাকে। ইসলামী ব্যাংক সেবায় গ্রাহকদের জন্য নিয়জিত। অতি অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা এ সেবা পাবে বলে সবার মাঝে উৎফুল্লতা সৃষ্টি হয়।






















