কুয়াকাটায় হোটেল কক্ষে গোপন ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

- আপডেটের সময় : ০৩:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৬২১
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক নারী-পুরুষের গোপন ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামের এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনা জেলার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে। তিনি কুয়াকাটায় ‘হোটেল কেয়ার’ নামে একটি ছোট টিনশেড হোটেল ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন।
জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে হালিম কৌশলে পাশের একটি হোটেলের দুটি কক্ষে প্রবেশ করে সেখানে অবস্থানরত দুটি দম্পতির গোপন ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তিনি সেই ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা হালিমকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। এ সময় তার মোবাইল ফোন থেকে গোপনে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়।
অভিযোগকারী হোটেল মালিক মো. শাকিল বলেন, ‘রাতে দুটি রুম ভাড়া দেওয়ার পর আমি বিশ্রামে যাই। পরে জানতে পারি হালিম স্টাফদের অগোচরে রুমে ঢুকে ভিডিও ধারণ করেছে। সকালে বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই।’
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ধ্রুববাণীকে বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তের মোবাইল থেকে প্রমাণ মেলায় তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা সতর্ক।’
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা কুয়াকাটার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। তবে দ্রুত প্রশাসনিক পদক্ষেপে পর্যটক ও হোটেল মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।