ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো. মাহতাব হাওলাদার
  • আপডেটের সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৬০৮

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ৭টি পদে মোট ১৯ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ ও ব্যাপক আগ্রহ। ইতোমধ্যে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু আফিফ মো. হানিফ, মো. সাইদুল ইসলাম (কাজী সাঈদ), মো. আবু হানিফ খাঁন ও মো. মিজানুর রহমান। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মশিউর রহমান, ডা. মুহিব্বুল্লাহ ও মো. তোফাজ্জেল হোসাইন। সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হাওলাদার, মো. সোহরাব হোসেন ও হাফেজ শহীদুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. শাহীন হাওলাদার, সালাহ উদ্দীন ও মো. জসিম। কোষাধ্যক্ষ পদে লড়ছেন সাঈদুর রহমান তুহিন ও মো. আহসান উল্লাহ। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহাঙ্গীর আলম ও মো. আসাদুল গাজী। অন্যদিকে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রেদোয়ান হাওলাদার ও শাহজাহান মুসুল্লী।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ধ্রুববাণীকে জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটিতে আরও রয়েছেন ডা. হাবিবুর রহমান (সদস্যসচিব), মুফতি হাবিবুর রহমান মিছবাহ (মুখপাত্র), কাওসার মনির (সহকারী মুখপাত্র), মোশাররফ খাঁন, ডা. দেলোয়ার হোসেন, কবির হাওলাদার, আতিকুর রহমান মিলন, মাসুম ফরাজী, নরোত্তম ঘোষ ও রেজা ইসলাম।

নির্বাচনকে ঘিরে আলীপুর বাজারে বইছে উৎসবের হাওয়া। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাজার কমিটি আরও সক্রিয় ও কার্যকর হবে বলে তাদের প্রত্যাশা।



নিউজটি শেয়ার করুন








আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেটের সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ৭টি পদে মোট ১৯ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ ও ব্যাপক আগ্রহ। ইতোমধ্যে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু আফিফ মো. হানিফ, মো. সাইদুল ইসলাম (কাজী সাঈদ), মো. আবু হানিফ খাঁন ও মো. মিজানুর রহমান। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মশিউর রহমান, ডা. মুহিব্বুল্লাহ ও মো. তোফাজ্জেল হোসাইন। সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হাওলাদার, মো. সোহরাব হোসেন ও হাফেজ শহীদুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. শাহীন হাওলাদার, সালাহ উদ্দীন ও মো. জসিম। কোষাধ্যক্ষ পদে লড়ছেন সাঈদুর রহমান তুহিন ও মো. আহসান উল্লাহ। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহাঙ্গীর আলম ও মো. আসাদুল গাজী। অন্যদিকে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রেদোয়ান হাওলাদার ও শাহজাহান মুসুল্লী।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ধ্রুববাণীকে জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটিতে আরও রয়েছেন ডা. হাবিবুর রহমান (সদস্যসচিব), মুফতি হাবিবুর রহমান মিছবাহ (মুখপাত্র), কাওসার মনির (সহকারী মুখপাত্র), মোশাররফ খাঁন, ডা. দেলোয়ার হোসেন, কবির হাওলাদার, আতিকুর রহমান মিলন, মাসুম ফরাজী, নরোত্তম ঘোষ ও রেজা ইসলাম।

নির্বাচনকে ঘিরে আলীপুর বাজারে বইছে উৎসবের হাওয়া। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাজার কমিটি আরও সক্রিয় ও কার্যকর হবে বলে তাদের প্রত্যাশা।