কুয়াকাটায় বন বিভাগের অভিযান : অবৈধ দোকান উচ্ছেদ ও পাখি ধরার ফাঁদ উদ্ধার

- আপডেটের সময় : ১০:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৬০৬
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় সম্প্রতি বন বিভাগের উদ্যোগে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। মহিপুর রেঞ্জের তত্ত্বাবধানে এসব অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, বনের নবসৃজিত বাগান রক্ষা এবং পাখি ধরার ফাঁদ উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (১২ অক্টোবর) কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে কুয়াকাটা জাতীয় উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংরক্ষিত বনের ভেতরে গড়ে ওঠা দুইটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে সৃজিত স্ট্রিপ বাগানে গবাদিপশুর অনুপ্রবেশ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় বনের ভেতরে গরু-ছাগল চরানোর দায়ে তিনটি পৃথক মোবাইল কোর্টে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে গতকাল (১১ অক্টোবর) মহিপুর রেঞ্জের উদ্যোগে কুয়াকাটা, গঙ্গামতি ও খাজুরা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে পাখি ধরার ফাঁদ উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে ১৬টি স্থান থেকে পাখি ধরার জন্য ব্যবহৃত নেট (জাল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালে জড়িয়ে থাকা দুইটি ঘুঘু পাখিকে আহত অবস্থায় কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পে নেওয়া হয়েছে। পরে আজ রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট ক্যাম্প কর্মকর্তা, কুয়াকাটা প্রেসক্লাব ও পরিবেশ কর্মীদের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এদিকে ক্যাম্পে আহত ঘুঘু পাখি দু’টির চিকিৎসা চলছে; সুস্থ হলে সেগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, ‘সংরক্ষিত বনের ভেতরে কোনো ধরনের অবৈধ দখল বা ক্ষতিকর কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আমরা পাখি ও বন্যপ্রাণী রক্ষায় অব্যাহতভাবে অভিযান চালাচ্ছি। স্থানীয় জনগণকে সচেতন করা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ আমাদের মূল লক্ষ্য।’
পরিবেশ কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ধারাবাহিক এ ধরনের অভিযান উপকূলীয় বন ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।