ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি মো. বেল্লাল হাওলাদার-এর কবিতা ‘হৃদয়ের মোহনায়’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫৭৫

হৃদয়ের মোহনায়
মো. বেল্লাল হাওলাদার
================
শরৎ চলেছে হরিষে তবু বিষাদিত হৃদয় ও মন
খুঁজে ফিরি শুভ্রতা নেই সাদা মেঘের চেনা ভেলা
আকাশে কালো মেঘগুলো করছে আজও বাহাদুরি
চারিদিকে আঁধার সৃষ্ট ধাঁধার আধারে লুটোপুটি!

মৃদুমন্দ বাতাসও নেই রোদের প্লাবনে কাশফুল জ্বলে
সরল প্রকৃতি হিংস্রতার অনলে দগ্ধতায় ছারখার
ক্রমেই সবুজ হারাচ্ছে স্বকীয়তা খুঁজি অক্সিজেন
শীতের আগমনীতে শিশিরে আনাগোনা বিলীন।

পাখির বিরহে প্রকৃতি বিরহী সোঁদা মাটি কাঁদে
স্বার্থহীন ভালোবাসার অভাব, হিসেবে কষে সবাই
প্রেমহীন নগরীতে হা-হুতাশে কতজনের ছুটাছুটি
বর্বরতা আর উগ্রতা ছেয়ে গেছে মানুষে মানুষে।

বিষযুক্ত বাতাসে হৃৎপিণ্ড হচ্ছে ক্ষত-বিক্ষত
হাড় ভাঙার শব্দে ঘুমহীন রাতে শুনি টিকটিকির ডাক
বিষন্নতার দীর্ঘ শ্বাসে আতঙ্কিত গুমট নগরী
প্রেমময় বুকে সভ্যতার সমাজ বিলীন এই শহরে।

রচনা-২৭ সেপ্টেম্বর-২০২৫
ধোলাইপাড়, ঢাকা।



নিউজটি শেয়ার করুন








কবি মো. বেল্লাল হাওলাদার-এর কবিতা ‘হৃদয়ের মোহনায়’

আপডেটের সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

হৃদয়ের মোহনায়
মো. বেল্লাল হাওলাদার
================
শরৎ চলেছে হরিষে তবু বিষাদিত হৃদয় ও মন
খুঁজে ফিরি শুভ্রতা নেই সাদা মেঘের চেনা ভেলা
আকাশে কালো মেঘগুলো করছে আজও বাহাদুরি
চারিদিকে আঁধার সৃষ্ট ধাঁধার আধারে লুটোপুটি!

মৃদুমন্দ বাতাসও নেই রোদের প্লাবনে কাশফুল জ্বলে
সরল প্রকৃতি হিংস্রতার অনলে দগ্ধতায় ছারখার
ক্রমেই সবুজ হারাচ্ছে স্বকীয়তা খুঁজি অক্সিজেন
শীতের আগমনীতে শিশিরে আনাগোনা বিলীন।

পাখির বিরহে প্রকৃতি বিরহী সোঁদা মাটি কাঁদে
স্বার্থহীন ভালোবাসার অভাব, হিসেবে কষে সবাই
প্রেমহীন নগরীতে হা-হুতাশে কতজনের ছুটাছুটি
বর্বরতা আর উগ্রতা ছেয়ে গেছে মানুষে মানুষে।

বিষযুক্ত বাতাসে হৃৎপিণ্ড হচ্ছে ক্ষত-বিক্ষত
হাড় ভাঙার শব্দে ঘুমহীন রাতে শুনি টিকটিকির ডাক
বিষন্নতার দীর্ঘ শ্বাসে আতঙ্কিত গুমট নগরী
প্রেমময় বুকে সভ্যতার সমাজ বিলীন এই শহরে।

রচনা-২৭ সেপ্টেম্বর-২০২৫
ধোলাইপাড়, ঢাকা।