জাপান বিএনপির কমিটিতে কলাপাড়ার সাজন-ইমরান

- আপডেটের সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৫৫৭
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির জাপান শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শায়খুল ইসলাম সাজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমরান শরীফ দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম সাজন কলাপাড়া পৌর শহরের এবং দপ্তর সম্পাদক ইমরান শরীফ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা।
শায়খুল ইসলাম সাজন বলেন, ‘গণমানুষের দল বিএনপিকে গতিশীল করার জন্য দেশের সব নেতাকর্মী একত্রিত হয়ে কাজ করছেন। দেশ কিংবা বিদেশ—যেখানে থাকি না কেন, আমরা দলকে ভালোবাসি। আশা করি নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।’
ইমরান শরীফ বলেন, ‘বিএনপি ভালোবাসার দল, ছোটবেলা থেকেই এর সঙ্গে যুক্ত আছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের জনবান্ধব নেতা কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইকে নির্বাচিত করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কাজ করে যাব এবং মাঠে অগ্রণী ভূমিকা পালন করব।’
নতুন কমিটি অনুমোদনের পরই সাজন ও ইমরানের শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।