ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৫০

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এডভোকেট মো. শামীম হোসেন দলীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি লালোর ইউনিয়নের বড়বড়িয়া, ত্রিমোহনী, ডাকমুন্ড ও শেরকোল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান। এসময় তিনি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

বড়বড়িয়া বাজারে গণসংযোগকালে ভিপি শামীম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আর যদি অন্য কাউকে দেয়, তবু ধানের শীষের পক্ষে থেকে বিজয় নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।”

গণসংযোগে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি শেয়ার করুন








সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

আপডেটের সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এডভোকেট মো. শামীম হোসেন দলীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি লালোর ইউনিয়নের বড়বড়িয়া, ত্রিমোহনী, ডাকমুন্ড ও শেরকোল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান। এসময় তিনি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

বড়বড়িয়া বাজারে গণসংযোগকালে ভিপি শামীম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আর যদি অন্য কাউকে দেয়, তবু ধানের শীষের পক্ষে থেকে বিজয় নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।”

গণসংযোগে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।