ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে সার পাচারকালে আটক-১, ৮০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৯৮২

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সার পাচারের সময় হাতেনাতে আটক হয়েছেন এক সার ডিলারের জামাই। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলোয়াখোয়া ইউনিয়নের মেসার্স সহিদুল ট্রেডার্সের ডিলার গিয়াস উদ্দিন গিলাসু (৭২) তার জামাই মো. নজরুল ইসলামকে দিয়ে কৌশলে ঠাকুরগাঁওয়ের ভ্যালাজান এলাকায় সার পাচার করছিলেন। এসময় স্থানীয় মো. মজিদের ছেলে এরশাদ ও তার সহযোগীরা ভ্যানগাড়িসহ ২০ বস্তা সার আটক করে।

পরে তারা অটোভ্যান চালক গণেশ চন্দ্রের কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, ডিলারের জামাই নজরুল সারগুলো ভ্যালাজান নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানকে জানানো হলে তিনি ও আটোয়ারী থানার ওসি তদন্ত মো. ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (ধারা ৬ ও ৭) অনুযায়ী অনুমোদন ছাড়া সার মজুত ও পাচারের দায়ে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তাকে প্রতারিত করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কৃষকরা জানান, ডিলাররা যদি এভাবে সার পাচার করে, তবে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার থেকে বঞ্চিত হবে। তারা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির দাবি জানান।



নিউজটি শেয়ার করুন








আটোয়ারীতে সার পাচারকালে আটক-১, ৮০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৫:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সার পাচারের সময় হাতেনাতে আটক হয়েছেন এক সার ডিলারের জামাই। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলোয়াখোয়া ইউনিয়নের মেসার্স সহিদুল ট্রেডার্সের ডিলার গিয়াস উদ্দিন গিলাসু (৭২) তার জামাই মো. নজরুল ইসলামকে দিয়ে কৌশলে ঠাকুরগাঁওয়ের ভ্যালাজান এলাকায় সার পাচার করছিলেন। এসময় স্থানীয় মো. মজিদের ছেলে এরশাদ ও তার সহযোগীরা ভ্যানগাড়িসহ ২০ বস্তা সার আটক করে।

পরে তারা অটোভ্যান চালক গণেশ চন্দ্রের কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, ডিলারের জামাই নজরুল সারগুলো ভ্যালাজান নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানকে জানানো হলে তিনি ও আটোয়ারী থানার ওসি তদন্ত মো. ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (ধারা ৬ ও ৭) অনুযায়ী অনুমোদন ছাড়া সার মজুত ও পাচারের দায়ে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তাকে প্রতারিত করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কৃষকরা জানান, ডিলাররা যদি এভাবে সার পাচার করে, তবে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার থেকে বঞ্চিত হবে। তারা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির দাবি জানান।