ফুটবল দলের সাবেক খেলোয়াড় আটক

- আপডেটের সময় : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬৪২
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক ফুটবলার আশিকুর রহমান আশিক ও অরিফ হোসেন বাধন নামে দুইজনকে ইয়াবা, রামদা ও চাপাতিসহ আটক করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের বথপালিগাঁও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়।
আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলের ছেলে এবং বাধন রঘুনাঘপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে। তারা দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার আগে শহরের এডভান্স এলপিজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফিলিং স্টেশনের পেছন থেকে ১০ পিস ইয়াবা, রামদা, চাপাতি ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইসসহ আশিক ও বাধনকে আটক করে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আশিক ২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) খেলোয়াড় ছিলেন। নানা কারণে তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন এবং মাদক সম্রাট হিসেবে খ্যাত আরমানের সহযোগী হিসেবে কাজ করছেন বলে পুলিশ জানায়।