ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৫৩৮

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার খাজুরার ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২১ আগস্ট শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর জেলার স্বরুপকাঠির মো. জীবন (৩৫), একই এলাকার মো. শাহীন (৫৫) ও মো. রেজাউল (৪২), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো. মনিরুল ইসলাম (৪২) এবং বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩)।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টের ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে বালু কেটে গত এক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী মহল। এ কাজে জড়িত রয়েছেন সরকারের এক প্রভাবশালী কর্মকর্তা ও তার সহযোগী কিছু সুবিধাবাদী ব্যক্তি। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অংকের রাজস্ব আয় থেকে। এই অভিযানকে স্বাগতম জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেটের সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার খাজুরার ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২১ আগস্ট শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর জেলার স্বরুপকাঠির মো. জীবন (৩৫), একই এলাকার মো. শাহীন (৫৫) ও মো. রেজাউল (৪২), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো. মনিরুল ইসলাম (৪২) এবং বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩)।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টের ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে বালু কেটে গত এক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী মহল। এ কাজে জড়িত রয়েছেন সরকারের এক প্রভাবশালী কর্মকর্তা ও তার সহযোগী কিছু সুবিধাবাদী ব্যক্তি। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অংকের রাজস্ব আয় থেকে। এই অভিযানকে স্বাগতম জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।