কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন পর্যটক, জেলের সাহসিকতায় প্রাণে রক্ষা

- আপডেটের সময় : ০৫:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৭২১
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের স্রোতে ভেসে যাওয়া এক তরুণ পর্যটককে উদ্ধার করেছেন স্থানীয় এক সাহসী জেলে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তিনি কুয়াকাটায় ঘুরতে এসে সৈকতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে জোয়ারের স্রোত বেড়ে গেলে তানভীর নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রের দিকে ভেসে যান।
ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জেলে আলতাফ হোসেন কোনো কিছু চিন্তা না করেই পানিতে ঝাঁপ দেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্রোতের সঙ্গে লড়াই করে তানভীরকে তীরে ফিরিয়ে আনেন। তীরে ওঠার পর তানভীর অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তানভীর বর্তমানে আশঙ্কামুক্ত এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, ‘ছেলেটা কোনো সতর্কতা ছাড়াই সমুদ্রে নেমেছিল। হঠাৎ স্রোতের তোড়ে ভেসে যেতে থাকে। ভাগ্য ভালো, সময়মতো উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।’
উদ্ধারকারী জেলে আলতাফ হোসেন বলেন, ‘দেখলাম এক যুবক পানিতে হাবুডুবু খাচ্ছে। তখন আর ভাবিনি, দৌড়ে নেমে পড়ি। অনেক কষ্টে তাকে টেনে আনতে পেরেছি। আল্লাহর রহমতে এখন সে ভালো আছে—এটাই সবচেয়ে বড় স্বস্তি।’
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনস্পেক্টর জয়ন্ত কুমার মণ্ডল বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়দের অভিযোগ, কুয়াকাটা সৈকতে জোয়ারের সময় উপযুক্ত সতর্কতা না মেনে সাগরে নামার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা বলেন, পর্যটকদের সচেতনতা বৃদ্ধি ও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।