সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৬৩৭
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতিমা হেরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম মিয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলতাফ হোসেন, গণিত বিভাগের প্রভাষক মো. মোজাম্মেল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, পদার্থ বিজ্ঞান প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফ এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. হেমায়েতুল ইসলাম।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুক্তা মনি এবং বিদায়ী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সৌরভ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আগামী জীবনের জন্য শুভকামনা জানান এবং দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে শিক্ষক-সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন গণিত বিভাগের শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মেরি সান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মাঈন উদ্দীন আহমেদ।


























