ফেসবুকে আসছে বড় পরিবর্তন!

- আপডেটের সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৬৫২
প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটির মালিক মেটা। এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার ব্যবহার করে কোনো ভিডিও শেয়ার করলে তা সরাসরি ‘রিল’ হিসেবে প্রকাশিত হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, এতদিন ফেসবুকে ভিডিও দুটি ভিন্ন ফরম্যাটে—সাধারণ ভিডিও বা রিল আকারে শেয়ার করা যেত। তবে আগামী কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে সারা বিশ্বে এই নতুন ব্যবস্থা চালু করা হবে। এতে প্রোফাইল এবং পেজ উভয় ক্ষেত্রেই এই পরিবর্তন কার্যকর হবে।
মেটা বলছে, ফেসবুকে এখনো সব ধরনের ভিডিও—ছোট, বড় কিংবা লাইভ ভিডিও—শেয়ার করা যাবে। তবে এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি, শেয়ার ও আবিষ্কারের প্রক্রিয়াকে আরও সহজ ও প্রাণবন্ত করতে চাই।
একই সঙ্গে রিলে ভিডিও দৈর্ঘ্যের যে ৯০ সেকেন্ডের সীমা ছিল, সেটিও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে পোস্ট করতে পারবেন।
এছাড়া, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবটির নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে। তবে এতে ভিডিও সুপারিশের ধরনে কোনো পরিবর্তন আসবে না। ভিডিওর বিষয়বস্তু ও দৈর্ঘ্য অনুযায়ী যেভাবে কনটেন্ট সাজানো হয়, সেটি আগের মতোই থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে ফেসবুক আরও বেশি ‘রিল-কেন্দ্রিক’ হয়ে উঠছে, যা প্ল্যাটফর্মটিকে টিকটকের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থানে নিয়ে যেতে পারে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সম্প্রতি বলেন, ‘আমি চাই, ফেসবুক আগের চেয়ে আরও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী হোক এবং আগের সেই ক্লাসিক ফেসবুকে ফিরে যাক।’
উল্লেখ্য, গত বছর ফেসবুক মোবাইল অ্যাপের জন্য নতুন ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল মেটা। একইভাবে ইনস্টাগ্রামেও রিলসকে আরও গুরুত্ব দিয়ে তিন মিনিট পর্যন্ত ভিডিও আপলোডের সুযোগ চালু করা হয়েছে।