বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যুতে ড. এম এ মুহিতসহ নানা মহলের শোক

- আপডেটের সময় : ১২:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৬১৩
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাকীক চৌধুরীর পিতা, ‘৭১ এর রণাঙ্গনের অকুতোভয় বীর সৈনিক, পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন চৌধুরী (৯০) গতকাল ১৯ মে (সোমবার) রাত প্রায় শোয়া দশটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ২০ মে মঙ্গলবার বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের নামাজে যানাজা শেষে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ারেছীয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত, নানা রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।