ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রদীপ সেন’র কবিতা—অবিমৃষ্যকারিতার দান

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৭২৫

অবিমৃষ্যকারিতার দান
প্রদীপ সেন, আগরতলা, ভারত


কিছু কিছু একগুঁয়ে মাছ উজানমুখী হয়।
দুর্জ্ঞেয় রহস্যের খোঁজে এই বেপরোয়াপনা আছে বলেই
যা কিছু অজানা আজ, সুবিদিত হয় একদিন,
অজানা রহস্যের ঘোমটা খুলে যায়।

হয়তো চরম মাসুল দিতে হয় এই অবিমৃষ্যকারিতার,
তবুও অকুতোভয়ের রহস্যভেদের আস্পর্ধা চলতে থাকে।
চ‌লুক এই সর্বজীগিষার দুরন্তপনা
ইতিহাসের চাকা সচল থাকুক হার-না-মানা দামালদের দৌরাত্ম্যে।



নিউজটি শেয়ার করুন








প্রদীপ সেন’র কবিতা—অবিমৃষ্যকারিতার দান

আপডেটের সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

অবিমৃষ্যকারিতার দান
প্রদীপ সেন, আগরতলা, ভারত


কিছু কিছু একগুঁয়ে মাছ উজানমুখী হয়।
দুর্জ্ঞেয় রহস্যের খোঁজে এই বেপরোয়াপনা আছে বলেই
যা কিছু অজানা আজ, সুবিদিত হয় একদিন,
অজানা রহস্যের ঘোমটা খুলে যায়।

হয়তো চরম মাসুল দিতে হয় এই অবিমৃষ্যকারিতার,
তবুও অকুতোভয়ের রহস্যভেদের আস্পর্ধা চলতে থাকে।
চ‌লুক এই সর্বজীগিষার দুরন্তপনা
ইতিহাসের চাকা সচল থাকুক হার-না-মানা দামালদের দৌরাত্ম্যে।