কাউনিয়ায় পূজামন্ডপে আইনশৃঙ্খলায় আনসার ও ভিডিপির সদস্য বাছাই সম্পন্ন

- আপডেটের সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৭২৪
জে এইচ সোহাগ, কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া য়সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় বাছাই কমিটির সদস্য মিঠাপুকুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফেরদৌসী আকতার, গঙ্গাচড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রুহুল আমিন, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছা. তাহেরা সিদ্দিকাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন।
কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফেরদৌসী আকতার জানান, এবারে উপজেলার ৬৪টি পূজামন্ডপের জন্য প্রাথমিকভাবে ৪১৬ জনকে বাছাই করা হয়েছে। এরমধ্যে ১২৮ জন মহিলা এবং ২৮৮ জন পুরুষ আনসার ও ভিডিপির সদস্য বাছাই করা হয়। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।