ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের একনিষ্ঠ সেবক হতে চান মহিপুরের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী লিটন

মাইনুদ্দিন আল আতিক
  • আপডেটের সময় : ১২:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ৬৫৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন লতিফপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল। তিনি জনগণের একনিষ্ঠ সেবক হয়ে এ ওয়ার্ডকে সুন্দর ও পরিবেশবান্ধব স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।

ইতোমধ্যে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন এবং নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

ধ্রুববাণী’র সাথে এক সাক্ষাৎকারে তিনি নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবক হয়ে থাকতে চান উল্লেখ করে বলেন, ‘আমি বিগত দিনে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যদি ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে গরিব, দুঃস্থ ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা সঠিক সময়ে সঠিকভাবে প্রদান করবো এবং প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৮নং ওয়ার্ডকে স্মার্ট হিসেবে গড়ে তুলবো। এছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধ, বাল্য বিবাহরোধ এবং নারী নির্যাতন বন্ধ করাসহ যৌতুক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘৮নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলির রাস্তা পাকা ও আর.সি.সি করাসহ সাধারণ জনগণের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো এবং প্রয়োজনের তাগিদে ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপণের ব্যবস্থা করাসহ যুব সমাজকে মাদকাশক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করবো।’

ফুটবল মার্কার মেম্বার প্রার্থী লিটন আকন দলমত নির্বিশেষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত দোয়া, সহযোগিতা, সমর্থন ও ভোট কামনা করেছেন।

উল্লেখ্য, ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ আনোয়ার হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মৃত্যুবরণ করলে এ ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়ে যায়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ৯ মার্চ এ ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



নিউজটি শেয়ার করুন








জনগণের একনিষ্ঠ সেবক হতে চান মহিপুরের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী লিটন

আপডেটের সময় : ১২:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন লতিফপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল। তিনি জনগণের একনিষ্ঠ সেবক হয়ে এ ওয়ার্ডকে সুন্দর ও পরিবেশবান্ধব স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।

ইতোমধ্যে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন এবং নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

ধ্রুববাণী’র সাথে এক সাক্ষাৎকারে তিনি নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবক হয়ে থাকতে চান উল্লেখ করে বলেন, ‘আমি বিগত দিনে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যদি ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে গরিব, দুঃস্থ ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা সঠিক সময়ে সঠিকভাবে প্রদান করবো এবং প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৮নং ওয়ার্ডকে স্মার্ট হিসেবে গড়ে তুলবো। এছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধ, বাল্য বিবাহরোধ এবং নারী নির্যাতন বন্ধ করাসহ যৌতুক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘৮নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলির রাস্তা পাকা ও আর.সি.সি করাসহ সাধারণ জনগণের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো এবং প্রয়োজনের তাগিদে ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপণের ব্যবস্থা করাসহ যুব সমাজকে মাদকাশক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করবো।’

ফুটবল মার্কার মেম্বার প্রার্থী লিটন আকন দলমত নির্বিশেষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত দোয়া, সহযোগিতা, সমর্থন ও ভোট কামনা করেছেন।

উল্লেখ্য, ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ আনোয়ার হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মৃত্যুবরণ করলে এ ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়ে যায়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ৯ মার্চ এ ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।