জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল টাঙ্গুয়ার হাওর পাড়ের মেয়ে ফারজিনা

- আপডেটের সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৬২৩
আহম্মদ কবির, তাহিরপুর (সুনামগঞ্জ): প্রকৃতির সাথে যুদ্ধ করে চলা টাঙ্গুয়ার হাওর পাড়ের দরিদ্র মানুষের সংগ্রামী জীবন নিয়ে,মুহাম্মদ কাইয়ুম প্রযোজিত কুড়া পক্ষীর শুন্যে উড়া ছবিতে অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে টাঙ্গুয়ার হাওর পাড়ের শিশু ফারজিনা আক্তার।
ফারজিনা আক্তার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের ছিলানী তাহিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে।ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
গতকাল(১৪নভেম্বর)মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারজিনা আক্তার এর হাতে এ পুরস্কার তুলে দেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু,স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার,আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রোজিনা অনুভূতি ব্যক্ত করেন।
জানাযায় টাঙ্গুয়ার হাওর পাড়ে ভেড়ে উঠা ফারজিনা ভূমিহীন এক দরিদ্র পরিবারের সন্তান বাবা আবু সায়েম একজন দিনমজুর মা আফিয়া বেগম একজন গৃহীনি।ফারজিনাদের নিজস্ব কোন বাড়ি নেই,ঘর নেই,জমি নেই সে তার মা বাবা ও ভাই বোনদের নিয়ে হতদরিদ্র নানার বাড়িতে খুবই অসহায়ত্বের মাঝেই বেড়ে উঠেছে।জানাযায় ফারজিনা আক্তার অভিনয়ে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই মুহাম্মদ কাইয়ুম প্রযোজিত সরকারি অনুদানপ্রাপ্ত কুড়া পক্ষীর শুন্যে উড়া ছবিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করে আঞ্চলিক গন্ডি পেরিয়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে জাতীয় চলচ্চিত্র পুস্কারে পুরস্কৃত হয়েছে।এমন সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় হাওর পাড়ে আনন্দে মাতব সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফারজিনা আক্তার এর শিক্ষক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাদিউজ্জামান জানান বর্তমান দেশের অস্থিতিশীল সময়ে আমাদের জন্য এটা অনেক বড় সুখবর আমরা কখনো কল্পনাও করিনি এই হাওর পাড়ের প্রত্যন্ত অঞ্চলের একটি শিশু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হবে।এর সবকিছু অবদান কুড়া পক্ষীর শুন্যে উড়া ছবির প্রযোজক মোহাম্মদ কাইয়ুম ভাইয়ের।গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর ফারজিনা আক্তার এর হাতে পুস্কার তুলে দিচ্ছেন এমন সংবাদ বা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে সত্যি আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। উনি ফারজিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, হাওর পাড়ে অসংখ্য ফারজিনা আক্তার রয়েছে,তাদের জন্য নিরন্তর শুভ কামনা।
এ বিষয়ে পুরস্কারপ্রাপ্ত শিশু ফারজিনা আক্তার এর নানা শাহপরান মিয়া জানান সত্যি আমরা কখনো কল্পনাই করিনি এতোবড় পুরস্কারে পুরস্কৃত হবে আমার নাতি।আমরা কৃতজ্ঞ কাইয়ুম ভাইয়ের প্রতি এই পুরস্কারের সবটুকু অবদান উনার,উনার মতো লোক থাকলে এই হাওর পাড়ে আর অনেক ফারজিনা সৃষ্টি হবে।আমার নাতি মাননীয় প্রধানমন্ত্রীর হাত হতে পুরস্কার নিয়েছে এমন সংবাদ শুনে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি।