জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের মৃত্যু

- আপডেটের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৫৯৫
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল (৬২) মারা গেছেন। গতকাল রবিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে গত ৪ নভেম্বর (শনিবার) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় তিনি রবিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাংবাদিক মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি ছিলেন। ইতোপূর্বে তিনি দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালেরকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। তিনি একসময় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন।
মোস্তফা বাবুল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ মাগরিব জামালপুর শহরস্থ মডেল মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে জেলার গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।