খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা জরুরী বৈঠক অনুষ্ঠিত

শেখ নাসির উদ্দিন, খুলনা ব্যুরো:
- আপডেটের সময় : ০২:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৭০৬
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার এক জরুরী বৈঠক থানা সভাপতি মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়ামুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মইন উদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মো: বোরহান উদ্দিন, মো: আবদুর রহমান, মো: ইমরান, মো: ওয়াসিফ মো: ফাহিম,মো: তানভীর ইসলাম,মো:ওবায়দুল্লাহ, মো: রনিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন বিষয় সহ নগরকেন্দ্রিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়