ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একটি হারানো বিজ্ঞপ্তি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ৬১৫

নড়াইল জেলা প্রতিনিধিঃ আব্দুল কাদের নামের এক ব্যক্তি হারিয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুর এক ঘটিকার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকা থেকে এ ঘটনা ঘটেছে।

হারানোর সময় তার পরনে ছিল হাফ হাতা টি-শার্ট, লুঙ্গি, পায়ে ছিল জুতা বা সু। নিখোঁজ ব্যক্তির বাম চোখ অন্ধ, গায়ের রং শ্যামলা, নাক লম্বা, গোঁফ ছোট, উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৫৩ কেজি। তার এনআইডি নং: ৯১০৭৩৫৫১২৬।

এ বিষয়ে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি করার তারিখ ২৭ মার্চ ২০২৩। ট্রাকিং নং: ৩৭জেকেএন৩ (37JKN3)। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: ইউনিয়ন/ ওয়ার্ড কালিন্দী, থানা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা। আথবা মোহাম্মদ জাবেদ (ছেলে)। ফোন নম্বর: ০১৬৮৮৯৯২৬৮২। এছাড়া তদন্তকারী এসআই শাহিন কাদিরের নম্বর: ০১৯১৩৪৪৪৪৭৪।

সাধারণ ডায়েরীতে ডায়েরীকারী ব্যক্তি বা তার ছেলে মোহাম্মদ জাবেদের দেওয়া ভাষ্যমতে, ”আমার বাবা খোলামোড়া কর্মস্থলে হতে মাদারীপুর বাসায় যানবাহন বর্ণিত স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ভাইরীভূত করিয়া রাখা একান্ত প্রয়োজন।”



নিউজটি শেয়ার করুন








একটি হারানো বিজ্ঞপ্তি

আপডেটের সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

নড়াইল জেলা প্রতিনিধিঃ আব্দুল কাদের নামের এক ব্যক্তি হারিয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুর এক ঘটিকার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকা থেকে এ ঘটনা ঘটেছে।

হারানোর সময় তার পরনে ছিল হাফ হাতা টি-শার্ট, লুঙ্গি, পায়ে ছিল জুতা বা সু। নিখোঁজ ব্যক্তির বাম চোখ অন্ধ, গায়ের রং শ্যামলা, নাক লম্বা, গোঁফ ছোট, উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৫৩ কেজি। তার এনআইডি নং: ৯১০৭৩৫৫১২৬।

এ বিষয়ে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি করার তারিখ ২৭ মার্চ ২০২৩। ট্রাকিং নং: ৩৭জেকেএন৩ (37JKN3)। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: ইউনিয়ন/ ওয়ার্ড কালিন্দী, থানা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা। আথবা মোহাম্মদ জাবেদ (ছেলে)। ফোন নম্বর: ০১৬৮৮৯৯২৬৮২। এছাড়া তদন্তকারী এসআই শাহিন কাদিরের নম্বর: ০১৯১৩৪৪৪৪৭৪।

সাধারণ ডায়েরীতে ডায়েরীকারী ব্যক্তি বা তার ছেলে মোহাম্মদ জাবেদের দেওয়া ভাষ্যমতে, ”আমার বাবা খোলামোড়া কর্মস্থলে হতে মাদারীপুর বাসায় যানবাহন বর্ণিত স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ভাইরীভূত করিয়া রাখা একান্ত প্রয়োজন।”