ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তবুও বহাল তবিয়তে সেই শিক্ষক!

- আপডেটের সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ৭৬৩
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঃ সালাম নামে এক সহকারী শিক্ষকের প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার আজ ১ মাস অতিবাহিত হলেও সেই শিক্ষক ধরাছোঁয়ার বাইরে থাকায় অভিভাবক ও জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ওই এলাকার একাধিক অভিভাবক ও ব্যক্তিরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, সরকারি শিক্ষক আঃ সালাম প্রকাশ্যে ইয়াবা সেবন করেও বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এলাকাবাসী ও অভিভাবকরা বলেন, ওই শিক্ষক মাদকের ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ উঠেছে, তিনি এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই ভয়ে এলাকার ও অভিভাবকরা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ও ব্যক্তি গণমাধ্যমকে বলেন, একজন শিক্ষক হয়ে প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও যদি তার তদন্ত না হয়, তবে সেখানে মাদক সেবনকারী ও শিক্ষার্থীরা উৎসাহ পাবে। সেইসাথে মাদক সেবনকারীর সংখ্যা দিনদিন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। এভাবে যদি প্রকাশ্যে মাদক সেবন করে ছাড়া পেয়ে যায়, তবে একসময় রাইটা গ্রাম মাদকের স্বর্গরাজ্য হবে।
এলাকাবাসী ও অভিভাবকরা ওই শিক্ষক আঃ সালামের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।