সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৮ দিন পর মাওলানা শফিকুলের ইন্তেকাল

মাইনুদ্দিন আল আতিক
- আপডেটের সময় : ০৩:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৭৯
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দীর্ঘ ৮ দিন পর আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, তিনি গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে ১ টার দিকে আমতলীর আমড়াগাছিয়ায় ছারছিনার পীর সাহেব হুজুরের মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকা ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।