ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন অক্ষরের অনুজীব : মোঃ বেল্লাল হাওলাদার

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / ৭৪৯

তিন অক্ষরের অনুজীব
মোঃ বেল্লাল হাওলাদার

বেড়েই চলছে হু হু করে করোনায় আক্রান্তের সংখ্যা
আহ্ কী বিপর্যয়, কী দুঃসময় যাচ্ছে মানবসভ্যতার
প্রতিদিন খবরে শুনছি প্রিয়জন হারানোর আর্তনাদ
মানুষের অর্থনৈতিক সংকটের করুণ আহাজারি।

পৃথিবীর তাবৎ জ্ঞান বিজ্ঞান-গবেষণা গেল আজ থমকে
তিন অক্ষরের করোনা নামক অণুজীবের কাছে!
মৃত্যুর হাতছানি আজ আশপাশে বেশ জোরালো
ওঁৎ পেতে অপেক্ষা করছে তার নিয়মের ব্যস্ততায়।

আতঙ্কের মধ্যই বেঁচে থাকা এলোমেলো ভাবনায়
দম বন্ধ হয়ে আসে গভীর দীর্ঘশ্বাস, কী ভয়ার্ত বিস্ময়
ভীষণ অ-নিরাপদ পৃথিবীর বিশ্বস্ত নিশ্বাসগুলো
কিছুই ভালো লাগছে না, বলা যাচ্ছে না কখন কী হয়!

এরই মাঝে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ
নেই আগের মতো কোনো জাকজমক আনন্দ উল্লাস
কামারপল্লীগুলোতে চিরাচরিত সেই হাতুড়ি আর
লোহার টুংটাং শব্দের নেই ডাক, বড়ই নিরব নিস্তব্ধ।

কোরবানির গরু বিক্রি নিয়ে চরম উদ্বিগ্ন দুশ্চিন্তায়-
গরু খামারি ও ব্যবসায়িরা পশুর হাট নিয়ে আশঙ্কায়
ধার-দেনায় লালন পালন করে বড় করা গরুগুলোকে
সামান্য লাভে অথবা লোকসানে হলেও বিক্রির চেষ্টা
চোখে-মুখে বিষাদের ছাপ, অনিশ্চতায় দিন পার করছে।

বিত্তবানরা নিজেদের বাঁচাতে অনলাইনমুখী
গরিব, দুস্থ মানুষের জীবন যাত্রার ভোগান্তি সীমাহীন
বিপাকে পড়েছে আজ নিম্ন আয়ের অসহায় মানুষেরা।
দিনভর খাবারের সন্ধান…ছুটে চলেছে কর্মস্থানে
আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধা, শাটাডাউন সরকারের।

কী অদ্ভুদ! মাস্ক পরিহিত চেনা মুখগুলো আজ অচেনা
কাউকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না পালাই ভয়ে
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দুর্বিষহ জীবনযাপন
জীবিকা হারানো মানুষের এই ক্রান্তি-লগ্নে মানবিক‌ হয়ে
ভেদাভেদ ভুলে বিত্তবানরা দাও মানবতার বাজার।



নিউজটি শেয়ার করুন








তিন অক্ষরের অনুজীব : মোঃ বেল্লাল হাওলাদার

আপডেটের সময় : ০৩:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

তিন অক্ষরের অনুজীব
মোঃ বেল্লাল হাওলাদার

বেড়েই চলছে হু হু করে করোনায় আক্রান্তের সংখ্যা
আহ্ কী বিপর্যয়, কী দুঃসময় যাচ্ছে মানবসভ্যতার
প্রতিদিন খবরে শুনছি প্রিয়জন হারানোর আর্তনাদ
মানুষের অর্থনৈতিক সংকটের করুণ আহাজারি।

পৃথিবীর তাবৎ জ্ঞান বিজ্ঞান-গবেষণা গেল আজ থমকে
তিন অক্ষরের করোনা নামক অণুজীবের কাছে!
মৃত্যুর হাতছানি আজ আশপাশে বেশ জোরালো
ওঁৎ পেতে অপেক্ষা করছে তার নিয়মের ব্যস্ততায়।

আতঙ্কের মধ্যই বেঁচে থাকা এলোমেলো ভাবনায়
দম বন্ধ হয়ে আসে গভীর দীর্ঘশ্বাস, কী ভয়ার্ত বিস্ময়
ভীষণ অ-নিরাপদ পৃথিবীর বিশ্বস্ত নিশ্বাসগুলো
কিছুই ভালো লাগছে না, বলা যাচ্ছে না কখন কী হয়!

এরই মাঝে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ
নেই আগের মতো কোনো জাকজমক আনন্দ উল্লাস
কামারপল্লীগুলোতে চিরাচরিত সেই হাতুড়ি আর
লোহার টুংটাং শব্দের নেই ডাক, বড়ই নিরব নিস্তব্ধ।

কোরবানির গরু বিক্রি নিয়ে চরম উদ্বিগ্ন দুশ্চিন্তায়-
গরু খামারি ও ব্যবসায়িরা পশুর হাট নিয়ে আশঙ্কায়
ধার-দেনায় লালন পালন করে বড় করা গরুগুলোকে
সামান্য লাভে অথবা লোকসানে হলেও বিক্রির চেষ্টা
চোখে-মুখে বিষাদের ছাপ, অনিশ্চতায় দিন পার করছে।

বিত্তবানরা নিজেদের বাঁচাতে অনলাইনমুখী
গরিব, দুস্থ মানুষের জীবন যাত্রার ভোগান্তি সীমাহীন
বিপাকে পড়েছে আজ নিম্ন আয়ের অসহায় মানুষেরা।
দিনভর খাবারের সন্ধান…ছুটে চলেছে কর্মস্থানে
আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধা, শাটাডাউন সরকারের।

কী অদ্ভুদ! মাস্ক পরিহিত চেনা মুখগুলো আজ অচেনা
কাউকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না পালাই ভয়ে
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দুর্বিষহ জীবনযাপন
জীবিকা হারানো মানুষের এই ক্রান্তি-লগ্নে মানবিক‌ হয়ে
ভেদাভেদ ভুলে বিত্তবানরা দাও মানবতার বাজার।