রাজৈর কৃষি কলেজে বঙ্গবন্ধু কর্ণার’র শুভ উদ্ধোধন

- আপডেটের সময় : ০১:১৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ৬৫১
শহীদুল আলম, মাদারীপুর জেলা প্রতিনিধি : গতকাল ৭ ফেব্রুয়ারি সোমবার উদ্ধোধন হলো মাদারীপুর জেলার অন্তঃগত রাজৈর উপজেলায় রাজৈর কৃষি কলেজের বঙ্গবন্ধু কর্ণার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সহকারী সচিব বাবু সুশেন চন্দ্র রায়।আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য গোলাম ফারুক হাওলাদার, ড.প্রকৌশলী আরিফুর রহমান, কলেজের অধ্যক্ষ নিপুন সরকার, শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বর্তমান সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী এই বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। এতে স্থান পায় বঙ্গবন্ধুর শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন,ভাষা আন্দোলন,সহ ৭১ এর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর কিছু দির্লভ ছবি। যা দেখে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্মন্ধে শিখতে ও জানতে পারে।
অনুষ্ঠানে বক্তারা কলেজের দিক নির্দেশনা মুলক সুন্দর সুন্দর বক্তব্য তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে বলেন, এই কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে বহু ঝড়ঝঞ্চা পোহাতে হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এই কৃষি কলেজ আজ এমপিও ভুক্ত হয়েছে। এতে আমরা সবাই খুশি। শিক্ষক বৃন্দ সরকারি বেতন সহ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কলেজের নতুন ভবন হবে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়ে যাবে।
সভাপতি শিক্ষকদের উদ্দেশ্য করে আরো বলেন, কলেজে শিক্ষার মান ও পাশের হার বাড়াতে না পারলে আমাদের মানসম্মান অক্ষুন্ন রাখতে পারবো না। তাই যতটা না সুযোগ সবিধা পাবেন তার চেয়ে অনেক বেশি শ্রম দিতে হবে শিক্ষাদানে। তবেই দেখবেন এক সময় সাড়া দেশে আমাদের কলেজের নাম ডাক ছড়িয়ে পরবে। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।