সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে এক সংবাদকর্মীর অভিনব প্রতিবাদ

- আপডেটের সময় : ০৫:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ৬২৭
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : গত ২৯ জানুয়ারি, শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় চার সাংবাদিক হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন ৩ সাংবাদিক।
এরপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি, সোমবার বিকালে আকতারুল ইসলাম আক্তার নামে এক সংবাদকর্মী সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা মহাসড়কে ঘন্টাখানেক অবস্থান করেন।
আকতারুল ইসলাম আক্তার গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী ও দৈনিক মাতৃভূমির খবরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এই সংবাদকর্মীর দুই হাতে ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়। তার হাতের ও বুকের প্ল্যাকার্ড লিখা ছিল সাংবাদিকদের নিরাপত্তা দিবে কে? আমার ভাই তানভীর হাসান তানু, হিমেল, ও সোহেল হাসপাতালে কেন? এর জবাব চাই ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার জানান, দেশের ও জনগণের স্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার চার সহকর্মী হামলার শিকার হয়েছেন। এইভাবে কয়েকদিন পর পর দেশের বিভিন্ন জেলার ও এলাকার সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এভাবে আর কতদিন চলতে থাকবে? আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা কি মানুষ না? না আমরা এই দেশের নাগরিক না? যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে না? আমি আপনাদের মাধ্যমে করজোড়ে অনুরোধ করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই যেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন ও সাংবাদিকদের উপরে হামলাকারীদের দ্রুত আইনের আওয়তায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সাথে একাত্মতা পোষণ করেন জেলার সাংবাদিক মহল।