মৌলভীবাজার জেলার সকল উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

- আপডেটের সময় : ০২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ৬৬৭
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শুরু হওয়া এই ত্রাণ বিতরণ কার্যক্রমের ১ম পর্যায়ের প্রথম দিন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৫০০ টি দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইসাথে মৌলভীবাজার জেলার ০৭ টি উপজেলায় ৪৩১২ টি পরিবাররের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
১ম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচির বাইরেও মৌলভীবাজার জেলাধীন ০৫ টি পৌরসভার মেয়রগণ এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে৷