পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুন লেগে পুরে ছাই বসত বাড়ি

- আপডেটের সময় : ০৪:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ৬২৬
ইশরাত জাহান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে সব। ১৫ জানুয়ারী শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঝাটিবুনিয়া গ্রামের আবু চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় মালামাল ও ঘরসহ পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ঝাটিবুনিয়া গ্রামের মৃত্যু ওয়াজেদ আলীর ছেলে আবু চৌকিদার তার তিন কন্যা সন্তান রয়েছে ৷
বিগত একমাস আগে কর্মের তাগিদে বাকেরগঞ্জ কলসকাঠি ইটভাটায় কাজে যায়। গত বুধবার তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন৷ শনিবার (১৫ জানুয়ারি) ৭ টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও নিমিষেই ঘরের মূল্যবান আসবাবসহ সবকিছু পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর ঘরে কোন লোকজন ছিল না৷ স্থানীয়রা মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তার প্রকৃত কারণ জানা জায়নি । এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।