বিদ্রোহী কবি নজরুল : পাপিয়া আক্তার

- আপডেটের সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ৮৩৭
বিদ্রোহী কবি নজরুল
পাপিয়া আক্তার
হে প্রিয় কবি কাজী নজরুল গাই তোমার গান
আমি অধম,কিভাবে করি শুরু তোমার গুণমান।
জন্ম তোমার ধরার বুকে ১৮৯৯ সালের ২৫ শে মে
বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
“দুখু মিঞা”নামে দুঃখ লয়ে জন্মালে তুমি এ বঙ্গে
তোমার কলম উঠলো ঝলসে হুঙ্কার লয়ে সঙ্গে।
প্রেমের ভেলা উজিয়ে চলে পাথরে ফোটালে ফুল
নাট্য কাব্য গ্রন্হ গানের পাখি মাথায় ঝাঁকড়া চুল।
বজ্রকন্ঠে ধ্বনি তুলেছো বিরুদ্ধে অন্যায় অবিচার
গুণীজন সবে উপাধি দিলো বিদ্রোহী তলোয়ার।
রচনা করেছো বিষের বাঁশি,অগ্নিবীণা,বাঁধন হারা
সিন্ধু হিল্লোল,ব্যথার দান,মৃত্যুক্ষুধা ও সর্বহারা।
বাংলা সাহিত্যের সকল পাতায় চাষ করেছ জানি
গান-গজল,কবিতা,কুহেলিকা তোমার সৃষ্টি মানি।
তুমি ছিলে রাজনীতিবিদ,ঔপন্যাসিক,গীতিকার
সুরকার,সম্পাদক,সাংবাদিক ও সেরা নাট্যকার।
সরকার বাজেয়াপ্ত করে যুগবাণী,প্রলয়শিখা গ্রন্হ
এ ছাড়াও কতো করেছো রচনা তার নেই যে অন্ত।
“ধুমকেতু পত্রিকা” প্রকাশে গিয়ছো কারা বরণে
তখনও চলিয়েছো কলম”আনন্দময়ীর আগমনে”।
বন্দী থেকেও রচেছো- “রাজবন্দীর জবানবন্দী”-
বিশ্বকবি রবিঠাকুর তোমার প্রশংসা করেছে অতি।
তোমার তরে”বসন্ত” নাট্য উৎসর্গ করে রবি ঠাকুর
তুমিও দিয়েছ “সঞ্চিতা” সঁপে কৃতজ্ঞতায় ভরপুর।
তোমার কলম থামেনি কখনো চলেছে সত্য পথে
“আজ সৃষ্টি সুখের উল্লাসে”লিখেছো জেলখানাতে।
আন্দোলন করেছো তুমি ” বাংলার নবজাগরণ”
মানবতার তরে যুদ্ধ করে গিয়েছো তুমি আমরণ।
যেখানে অন্যায় সেখানেই তোমার বিদ্রোহী রুপ-
প্রতিবাদ ও প্রতিরোধ করা ছিলো তোমার স্বরুপ।
সহস্র পুষ্পে ভরুক জাতীয় কবির বেহেস্তী কবর
চিরনিদ্রায় শুয়েছো ১৯৭৬,২৯ আগষ্ট ঢাকা শহর।
তুমি নব দূর্বাদল শ্যামের হাতের বাঁশরী মহাপ্রাণ
হিন্দু-মুসলিম,জাত-পাত ধর্ম ঘুচিয়েছো মহিয়ান।
তুমি গোপন প্রিয়ার চকিত চাহনি দেখা অনুখন
চপল মেয়ের ভালবাসার কাঁকন চুড়ির কন-কন।
তুমি ছিলে বিংশ শতাব্দীর অগ্রণী বাঙালীয় কবি
প্রগতিশীল,সাম্য ও বিদ্রোহ সহ গুণ ছিলো সবি।
নতুন দিগন্তের উন্মেষ ঘটেছে তোমার আবির্ভাবে
বাংলা সাহিত্যে তোমার অবদান ভুলিব কি ভাবে?