ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বাস : আমির তালুকদার অভি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৪৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / ৭০৩

বিশ্বাস
আমির তালুকদার অভি

গ্রামে আমার সরল সহজ জীবন এখন প্রায় বিষন্ন,
বিশ্বাস এখন খেলার সাথী হাতে ধরে মারে লাথি।

অভ্র দিয়েছে মন বিশ্বাস করে, রাখবে তুলে যত্নে উচ্চ স্তরে,,
গো-স্বামী সেই বিশ্বাসে গোবর ঢেলে পূজা করে খেলার ছলে।

সিন্ধুকে রাখা বিশ্বাস ক্ষয় হয় না কবু তালাবদ্ধ থাকে,
সেই বিশ্বাসে ঢের ঝং পড়ে মনের অজান্তে।

মসজিদ-মন্দিরে মিয়াসাব,পূজারী মত্ত প্রার্থনার তরে,
প্রভু আছে বলে ফল পাবে এই ভরসায় বিশ্বাস করে।

আত্মবিশ্বাসের শিখড়ে প্রভুর দরজায় কড়া না,
মনপূজারী বিশ্বাস করে প্রভু আছেন নিজ অন্তরে,,

” ” সাক্ষাৎ দর্শন নিরঞ্জন সাহা ” ”

সুভাষিণী হয়তো ভুলেই গেছে শব্দ ভাঙ্গা উচ্চারণে
বাক্য হয় না গঠন, বিশ্বাস বিহীন ভালোবাসা রয়না চিরক্ষণ।

আটে অষ্ট ঘাটে বাঁধা বিশ্বাস ভাঙ্গা তরী,
পাল বিহীন নৌকা যেমন চলে নীরবধি।

মন পিয়নের ডাকা-ডাকি,
স্তব্ধতা ডাকে পিছা পিছি বিমর্ষতা মুখ।

তূষ্ণীম্ভাব আলাপনে বিশ্বাস হারা সাথী,
ফিরবে বলে বিশ্বাস আবার আশাবাদী।

হাভাত প্রেমিক আমি তার বিশ্বাসে যাই নড়বড়ে হয়ে।
বৃষ্টি বাদল ঝুম কালো মেঘ ঝড়ো মন জমিনে,,

মহাপ্রলয়ে বীর প্রতীক হয়ে ডাকতে ইচ্ছে করে,
বিশ্বাস ভেঙ্গ না আমি আছি, উর্ধে সকল তরে।

মহাপ্লাবন, খরস্রোতা, ক্ষুরধারা বহমান তাই বলিয়া
বীর প্রতাপ বুজ-দিল হয়ে যাবে নাতো পালিয়া।

অগ্রযাত্রা শুরু করে থামবো না আর প্লাবন ভয়ে।
“ঝড়ের সাথে যুদ্ধ করে ” বিশ্বাস নামের মহা প্রতীক
রাখবো সকল উর্ধে ধরে।

স্তরে স্তরে সাজিয়ে রেখেছি বিশ্বাস বিলিয়ে দেব বলে,
বিশ্বাস হারা হয়ে যেওনা কেহ অবিশ্বাসে ছায়া তলে।

উৎসর্গঃ ইচ্ছা



নিউজটি শেয়ার করুন








বিশ্বাস : আমির তালুকদার অভি

আপডেটের সময় : ০৬:৪৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

বিশ্বাস
আমির তালুকদার অভি

গ্রামে আমার সরল সহজ জীবন এখন প্রায় বিষন্ন,
বিশ্বাস এখন খেলার সাথী হাতে ধরে মারে লাথি।

অভ্র দিয়েছে মন বিশ্বাস করে, রাখবে তুলে যত্নে উচ্চ স্তরে,,
গো-স্বামী সেই বিশ্বাসে গোবর ঢেলে পূজা করে খেলার ছলে।

সিন্ধুকে রাখা বিশ্বাস ক্ষয় হয় না কবু তালাবদ্ধ থাকে,
সেই বিশ্বাসে ঢের ঝং পড়ে মনের অজান্তে।

মসজিদ-মন্দিরে মিয়াসাব,পূজারী মত্ত প্রার্থনার তরে,
প্রভু আছে বলে ফল পাবে এই ভরসায় বিশ্বাস করে।

আত্মবিশ্বাসের শিখড়ে প্রভুর দরজায় কড়া না,
মনপূজারী বিশ্বাস করে প্রভু আছেন নিজ অন্তরে,,

” ” সাক্ষাৎ দর্শন নিরঞ্জন সাহা ” ”

সুভাষিণী হয়তো ভুলেই গেছে শব্দ ভাঙ্গা উচ্চারণে
বাক্য হয় না গঠন, বিশ্বাস বিহীন ভালোবাসা রয়না চিরক্ষণ।

আটে অষ্ট ঘাটে বাঁধা বিশ্বাস ভাঙ্গা তরী,
পাল বিহীন নৌকা যেমন চলে নীরবধি।

মন পিয়নের ডাকা-ডাকি,
স্তব্ধতা ডাকে পিছা পিছি বিমর্ষতা মুখ।

তূষ্ণীম্ভাব আলাপনে বিশ্বাস হারা সাথী,
ফিরবে বলে বিশ্বাস আবার আশাবাদী।

হাভাত প্রেমিক আমি তার বিশ্বাসে যাই নড়বড়ে হয়ে।
বৃষ্টি বাদল ঝুম কালো মেঘ ঝড়ো মন জমিনে,,

মহাপ্রলয়ে বীর প্রতীক হয়ে ডাকতে ইচ্ছে করে,
বিশ্বাস ভেঙ্গ না আমি আছি, উর্ধে সকল তরে।

মহাপ্লাবন, খরস্রোতা, ক্ষুরধারা বহমান তাই বলিয়া
বীর প্রতাপ বুজ-দিল হয়ে যাবে নাতো পালিয়া।

অগ্রযাত্রা শুরু করে থামবো না আর প্লাবন ভয়ে।
“ঝড়ের সাথে যুদ্ধ করে ” বিশ্বাস নামের মহা প্রতীক
রাখবো সকল উর্ধে ধরে।

স্তরে স্তরে সাজিয়ে রেখেছি বিশ্বাস বিলিয়ে দেব বলে,
বিশ্বাস হারা হয়ে যেওনা কেহ অবিশ্বাসে ছায়া তলে।

উৎসর্গঃ ইচ্ছা