ভালোবাসি তোমায় : মোঃ বেল্লাল হাওলাদার

- আপডেটের সময় : ০২:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ৭২৩
ভালোবাসি তোমায়
মোঃ বেল্লাল হাওলাদার
=====================
তুমি বললে, আমাকে ভালোবাসো
ভালোবাসো আমার দু’চোখের চাহনি-
চোখের নিচের কালো দাগ রোগাক্রান্ত ঘর্মাক্ত শরীর
এই আগোছালো আমাকে পুরোটাই ভালোবাসো,
তাই বাতাসে আজ ফাগুন হাওয়া লেগেছে
মনে লেগেছে কৃষ্ণচুড়ার রঙ।
তুমি বললে আমি ভালোবাসি তোমায়
পিছনের সকল দুঃখ-কষ্ট স্মৃতি ভুলিয়ে দিবো
কথাটি শুনে মনে হলো বুকের গভীরে যে শূন্যতার- বসবাস তা তোমারই প্রতীক্ষায় ছিলো নিরবধি।
আমার হৃদয় আকাশের তারা ঝিলমিল করে
শিশির ভেজা রাতগুলো আলো ছায়ায় ভাষা হারায়।
জীবনটা আমার সত্য-মিথ্যার আশ্বাসের বেদনার স্মৃতি
তবু স-যত্নে তোমার ভালোবাসাকে হৃদয়ে দিলাম ঠাই।
কষ্টে ভারী হয়ে আছে মন একাকিত্বের যন্ত্রণায়
হৃদয়ের মধ্যদুপুর খাঁখাঁ রোদে পুড়ে কাতর আমি
তবুও সব ভুলে হাতে নিলাম তোমার প্রিয় কদম ফুল,
আমিও যে ভীষণ ভালোবাসি কদম ফুলের সুগন্ধ।
তাই’তো আসলাম তোমার ডাকে মনেরই দ্বারে
ভালোবাসলাম বড্ড ভালোবাসলাম তোমাকে
যেওনা তুমিও কভু এই হাতটি ছেড়ে যেওনা ভুলে
আমার হৃদয় গেঁথে রেখো…….তোমার হৃদয়ে
থেকো সারাটি জীবন পাশে স্বপ্নের আলো হয়ে।