বড়লেখায় বিদেশগামীদের জন্য ভ্রাম্যমাণ কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের শুভ উদ্বোধন

- আপডেটের সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ৬৮৩
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভ্যাকসিন নিবন্ধন সেবা নিয়ে বিদেশগামী প্রবাসীদের দোরগোড়ায় একুশ শতকের জনবান্ধব প্রশাসন।
রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক আয়োজিত ‘বিদেশগামী কর্মীদের জন্য ভ্রাম্যমাণ কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সেবা’র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে রেমিটেন্স যোদ্ধাদের দুর্ভোগ লাঘবে সেবাটি মৌলভীবাজার জেলার অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে চালু করা হবে। অনুষ্ঠানটি জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এছাড়াও সংযুক্ত ছিলেন সোয়েব আহমদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বড়লেখা, আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, মেয়র, বড়লেখা পৌরসভাসহ সেবাগ্রহীদের একাংশ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা উপজেলা।
উল্লেখ্য, সেবাটি পাওয়ার জন্য বড়লেখা উপজেলার বিদেশগামী প্রবাসীদের ০১৭১৭৮০১৬০২ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।