লকডাউন বাস্তাবায়নে কঠোর নজারদারিতে সিএমপি

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৬৮৪
তামরিন মোহাম্মদ ফয়সাল, চট্টগ্রাম জেলা প্রিতিনিধিঃ কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে নগরীর বিভিন্ন মোড়ে চলমান রয়েছে চেকপোস্ট কার্যক্রম।
নগরীর বিভিন্ন মোড়ে স্থাপন করা হয়েছে ১৬টি তল্লাশিচৌকি। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ অদ্য ০৩ জুলাই, ২০২১ খ্রী. এসব তল্লাশিচৌকি সমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি উপস্থিত জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ও মাস্ক বিতরণ করেন।
জনসাধারণকে এসময় যে কোনো জরুরী প্রয়োজন ব্যাতিরেকে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করেন।