কুয়েট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা; হল ত্যাগের নির্দেশ

নিউজ রুম
- আপডেটের সময় : ১২:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ৬২৭
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দুপুরে কুয়েটের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ডঃ মোঃ সেলিম হোসেন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কারণে ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। একই সাথে বিকাল চারটা থেকে আবাসিক ছাত্র ছাত্রীদের হলসমূহ ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।