ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / ৬৩৪

শিক্ষা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, তাতে প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। এ বিষয়ে কেউ গুজব ছড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার্থীকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কেউ গুজব ছড়ানোর অপচেষ্টা করলে কিংবা এই সংক্রান্ত কোনও অনৈতিক কাজের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে-ই হোক, চিহ্নিত হলেই তাদের আইনের আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে ওমিক্রনের যে আশংকা দেখা দিয়েছে, এ থেকে শুধু পরীক্ষা নয়, আমাদের দেশকেও মুক্ত করতে হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে যারা প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজ দেয়ার সময় হয়েছে, সেসব শিক্ষার্থীকে দ্রুত তা দেয়া হবে। আর যাদের টিকা নেয়া হয়নি, তাদের পরীক্ষার পরপরই টিকা দেয়া হবে।



নিউজটি শেয়ার করুন








এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেটের সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

শিক্ষা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, তাতে প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। এ বিষয়ে কেউ গুজব ছড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার্থীকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কেউ গুজব ছড়ানোর অপচেষ্টা করলে কিংবা এই সংক্রান্ত কোনও অনৈতিক কাজের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে-ই হোক, চিহ্নিত হলেই তাদের আইনের আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে ওমিক্রনের যে আশংকা দেখা দিয়েছে, এ থেকে শুধু পরীক্ষা নয়, আমাদের দেশকেও মুক্ত করতে হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে যারা প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজ দেয়ার সময় হয়েছে, সেসব শিক্ষার্থীকে দ্রুত তা দেয়া হবে। আর যাদের টিকা নেয়া হয়নি, তাদের পরীক্ষার পরপরই টিকা দেয়া হবে।