ভেদাভেদ নাই : মুহাম্মদ ছইব উল্লাহ

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৭৯১
ভেদাভেদ নাই
মুহাম্মদ ছইব উল্লাহ
হিন্দু মুসলিম মোরা ভাই ভাই
কোনো ভেদাভেদ নাই,
কিশে হিংসা, কিশে বিদ্বেষ?
একই রক্তে মাংসে গড়া তাই।
চেহারাতে নাই পরিচয়
মুসলিম কিংবা হিন্দু
জাতে মোদের মানুষ কয়
ভুল নেই এক বিন্দু।
মানুষ কুলে জন্ম মোদের
জন্ম মায়ের কুলে,
তবে কেন মানুষে মানুষে
ভেদাভেদ গড়ে নিলে?
হিংসা বিদ্বেষ সব ভুলি
চলো সবে, মিলে মিশে
ধর্ম বর্ণ নির্ভিশেষে
সাম্যের পথে চলি।