বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে দুই টিভি চ্যানেলে

- আপডেটের সময় : ০৪:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ৬১৬
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: শীঘ্রই শুরু হতে যাচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। ইস্পাহানী মির্জাপুর চা ক্রিকেট সিরিজ ২০২১ এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে দুই টিভি চ্যানেলে
সফরে টাইগাররা খেলবে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। হারারে থেকে সাতটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও জিটিভিতে।
এছাড়া খেলাধুলাভিত্তিক সম্প্রচার প্ল্যাটফর্ম র্যাবিটহোল স্পোর্টস সবগুলো ম্যাচ সম্প্রচার করবে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
আগামী ৭ জুলাই থেকে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের একমাত্র টেস্ট। এই টেস্ট দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক লড়াই। টেস্ট শেষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।
টেস্টের জন্য বাংলাদেশ টেস্ট দল ইতোমধ্যে হারারেতে পৌঁছেছে। সীমিত ওভারের দল অবশ্য পৃথকভাবে যাবে জিম্বাবুয়েতে।
একনজরে জিম্বাবুয়ে সফরে টাইগারদের তিন ফরম্যাটের স্কোয়াড
টেস্ট : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
ওয়ানডে : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশের সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই – দুপুর দেড়টা
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা