বাংলাদেশ, ভারতের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আগ্রহী পাকিস্তান

- আপডেটের সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ৬৪৫
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের পর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে এশিয়ার আরেক পরাশক্তি দেশ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও আগামী এফটিপি চক্রে ছয়টি বৈশ্বিক আসর আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির নতুন এফটিপিতে আছে বেশ কয়েকটি বৈশ্বিক আসর। এর মাঝে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। বিশ্বের বড় দলগুলোর জমজমাট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরের আয়োজক হতে চায় বাংলাদেশ। নতুন এফটিপি প্রকাশের পরপরই এই সিদ্ধান্ত জানিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি কর্তারা।
তবে এর কয়েকদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আগ্রহ প্রকাশ করে ভারতের বোর্ড বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির জনপ্রিয়তার কারণে ২০২৫ সালে এই টুর্নামেন্টের আয়োজক হতে চায় সৌরভ গাঙ্গুলির বোর্ড। এবার আগ্রহ প্রকাশ করেছে এহসান মানির নেতৃত্বাধীন বোর্ড পিসিবিও। তারা অবশ্য দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার জন্যই বিড করবে।
পিসিবি তাদের সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে, সংস্থাটির পক্ষ থেকে ২০২৫ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করা হবে।
পাকিস্তান সর্বশেষ বৈশ্বিক আসর আয়োজন করেছে ১৯৯৬ সালে, যা ছিল ওয়ানডে বিশ্বকাপের মত বড় আসর। যদিও সেই বিশ্বকাপের সহ-আয়োজক ছিল ভারত। গত এক দশকে পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা খুবই কম। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পথ সুগম করতে বড় ভূমিকা রাখতে পারে কোনো বৈশ্বিক আসর।
প্রসঙ্গত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মনস্থির করেছে। সেদিক থেকে পাকিস্তানের আকাঙ্ক্ষা একটু বেশিই। যদিও ভেন্যুর শর্ত পূরণ করা সম্ভব নয় বলে বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করবে না, তা আগেই জানিয়েছেন বিসিবি সভাপতি।