ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাল বাতি : সুয়াইব মোহাম্মদ নাহিদ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:২২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / ৭৯৭

লাল বাতি
সুয়াইব মোহাম্মদ নাহিদ

আজকের যুবক হয়ে গেছে
ফ্রি ফায়ারে পাগল,
পারলে তাদের কিনে দিবে
হাটে গিয়ে ছাগল।

চিন্তা নাই রে ভাবনা নাই রে
আজগুবি এই খেলা!
বন্ধু বান্ধব মিলে তারা
বসিয়ে দেয় মেলা।

ক্লাসিক, কাস্টম আরো দে রেং
দে আজ সকল কিছু,
সবাই মিলে আমার সাথে
আসো পিছু পিছু।

পড়ালেখায় নাইরে ওরা
গুলির শব্দ বাজে,
কাজে ফাঁকি, খাওয়া বাকি
মানুষ সুখী না যে।

দুর্বল নিয়ে কেউ খেলে না
সবার যে চাই শক্তি,
টাকা দিয়ে কারেক্টার কিনে
সবাই করে ভক্তি।

খোদার কাছে একটি চাওয়া
রক্ষা করো জাতি,
এমন খেলায় হবে ক্ষতি
জ্বলবে যে লাল বাতি।



নিউজটি শেয়ার করুন








লাল বাতি : সুয়াইব মোহাম্মদ নাহিদ

আপডেটের সময় : ০৭:২২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

লাল বাতি
সুয়াইব মোহাম্মদ নাহিদ

আজকের যুবক হয়ে গেছে
ফ্রি ফায়ারে পাগল,
পারলে তাদের কিনে দিবে
হাটে গিয়ে ছাগল।

চিন্তা নাই রে ভাবনা নাই রে
আজগুবি এই খেলা!
বন্ধু বান্ধব মিলে তারা
বসিয়ে দেয় মেলা।

ক্লাসিক, কাস্টম আরো দে রেং
দে আজ সকল কিছু,
সবাই মিলে আমার সাথে
আসো পিছু পিছু।

পড়ালেখায় নাইরে ওরা
গুলির শব্দ বাজে,
কাজে ফাঁকি, খাওয়া বাকি
মানুষ সুখী না যে।

দুর্বল নিয়ে কেউ খেলে না
সবার যে চাই শক্তি,
টাকা দিয়ে কারেক্টার কিনে
সবাই করে ভক্তি।

খোদার কাছে একটি চাওয়া
রক্ষা করো জাতি,
এমন খেলায় হবে ক্ষতি
জ্বলবে যে লাল বাতি।