বিয়ে প্রসংগ : বিশ্বজিৎ কুমার ধর
নিউজ রুম
- আপডেটের সময় :
০৬:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- /
৭৮৯
বিয়ে প্রসংগ
বিশ্বজিৎ কুমার ধর
ভালবাসার এক পর্যায়ে
বিয়ে প্রসংগ আসে,
সারাটা জীবন সংগী হয়ে
থাকে দুজনার পাশে।
বিয়ে হলো জীবন বাজী
নয়তো স্বপ্ন খেলা,
রতন বলে, ‘বিয়ে কে কেউ
ভেবোনা হেলাফেলা।
বিয়ের পরে পরকে যেমন
আপন ভাবতে হয়,
মনে রেখো আবার আপন
যেনো পর হয়ে না রয়।’
আমরা দুজন শপথ নিয়েছি
কাটাবো মোদের জীবন,
সুখে ও দু:খে আনন্দ-বেদনায়
নিয়ে সব আত্মীয়-স্বজন।
পিতা-মাতা যেমন আমার কাছে
প্রাণের চেয়েও প্রিয়,
শ্বশুর-শাশুড়ি যেনো কারো কাছে
না হয় কখনো অপ্রিয়।
বিয়ে হলো মনের মিলন
ধরে না যেনো ভাঙন,
কখনো কোনো সমস্যা হলেও
করতে হয় অভিযোজন।
নিউজটি শেয়ার করুন